
২০১৯-২০২০ অর্থবছরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের ঈদ-উল-ফিতর/২০২০ উৎসব ভাতার সরকারি অংশের টাকার চেক হস্তান্তর।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন –
আপনি ঈদুল ফিতরের -২০২০ উৎসব ভাতার শীট কিভাবে ডাউনলোড ও প্রিন্ট দিবেন যেভাবে
প্রথমে আপনি ব্রাউজার ওপেন করে এড্রেস বারে লিখুন www.emis.gov.bd এর পর ই এম আই এস প্যানেল ওপেন হলে লগ ইন এ ক্লিক করে আপনার ইউজার নম্বর ও পার্স ওয়ার্ড দিয়ে OK করে আপনার এ্যাডমিন প্যানেল ওপেন করুন ।
এবারে এড্রেস বারে নতুন একটি ট্যাব ওপেন করে নিচের বোনাস সিটটি কপি করে নতুন খোলা ট্যাবে পেষ্ট করে এন্টার দিন তাহলে আপনার বোনাস সিটের প্যানেল চলে আসবে। এখন নিচের দিকে আপনার প্রতিষ্ঠানের নাম লেখা দেখতে পাচ্ছেন এবং নামের আগে দুইটি বক্স আছে একটি বক্সে ক্লিক করলে দুইটি বক্স সিলেক্ট হয়ে যাবে। তারপর Print Bonus Sheet অপশন দেখতে পাবেন এবং ওখানে ক্লিক করলে -২০২০ উৎসব ভাতার শীট ডাউনলোড হয়ে যাবে তারপর প্রিন্ট দিবেন।
ঈদুল ফিতরের -২০২০ উৎসব ভাতার শীট ডাউনলোড লিংক emis.gov.bd/EMIS/MPO/Reports/BonusSheetGeneration
বেতন সিট ডাউনলোড লিংক :
emis.gov.bd/EMIS/MPO/Reports/SalarySheetGeneration
বর্তমানে www.emis.gov.bd সাইটে ঈদুল ফিতরের -২০২০ উৎসব ভাতা ও বেতন সিট ডাউনলোড করা যাচ্ছে না আমি এই প্রক্রিয়ায় ডাউনলোড করছি। ভবিষৎতের জন্য লিংক দুইটি রেখে দিন। ধন্যবাদ।