প্রাক-প্রাথমিকে শিখন-শেখানো কার্যক্রম পরিচালনার নিদের্শ
প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ক মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষককে দৈনিক রুটিনে অন্তর্ভুক্ত করে প্রাক-প্রাথমিক শ্রেণির শিখন-শেখানো কার্যক্রম পরিচালনার নির্দেশনা জারী করা হয়েছে।
আজ সোমবার (৪ ফেব্রুয়ারী) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এ সংক্রান্ত একটি নির্দেশ জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, তৃতীয় প্রাথমিক উন্নয়ন কর্মসূচির ( পিইডিপি-৩) আওতায় অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাদিক সহকারী শিক্ষককে ১৫ দিন ব্যাপী প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যা চতুর্থ প্রাথমিক উন্নয়ন কর্মসূচিতে (পিইডিপি-৪) চলমান আছে।
নির্দেশনা