স্কুল-কলেজের একাডেমিক স্বীকৃতি, বিষয় খোলার আবেদনের নিয়ম প্রকাশ
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজ, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদান, একাডেমিক স্বীকৃতি, পাঠদান, বিষয়, শেণি শাখা, বিভাগ খোলার অনুমতির জন্য নতুন নিয়মাবলী জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
ছক অনুযায়ী প্রতি বছর জানুয়ারী, মে ও সেপ্টেম্বর মাসের প্রথমদিন থেকে শেষদিন পর্যন্ত ds-sec2@moedu.gov.bd ইমেইলে সংযুক্ত মোতাবেক আবেদন প্রেরণ করতে হবে।
নির্ধারিত সময়ের পরে পাওয়া আবেদন বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত: